শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

নগরীতে রাস্তা কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র

রিপোর্টারের নাম / ১ টাইম ভিউ
আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাঠালবাড়িয়া মোড় হতে হাইটেক পার্ক রাস্তার চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল শনিবার বিকেলে কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন তিনি। এ সময় কাজের মান বজায় রেখে দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন রাসিক মেয়র। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী আসিফুল হাবীব, সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, উপ-সহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ, আল মুতি সরাফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১৯ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় রাস্তা কার্পেটিং, ফুটপাত নির্মাণ ও ডিভাইডার কাজ সম্পন্ন করা হচ্ছে।

সোহেল রানা, রাজশাহী জেলা প্রতিনিধি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Developed by: BD IT AGNECY