শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

জাকের ডেইরি ফার্মের দখলে থাকা অবৈধ জমি উচ্ছেদ অভিযানে ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আসিফ আহমেদ

রিপোর্টারের নাম / ১ টাইম ভিউ
আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

ঢাকা মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এ পানি উন্নয়ন বোর্ডের আনুমানিক ১৮ কাঠা জমি ৮ বছর যাবত ভোগ দখল করে আসছে বাংলাদেশে মিষ্টির জগতের স্বনামধন্য ব্র্যান্ড জাকের ডেইরি ফার্মের কর্নধার মোঃ আনোয়ার হোসেন। গড়ে তুলেছেন মিষ্টির কারখানা, গরুর খামার সহ নিজ বাসভবন, পানি উন্নয়ন বোর্ড অনেক চড়াই উৎরাই পার করে আজ সকালে ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ এর সহায়তায় উক্ত জমির উচ্ছেদ অভিযান সফল করেন। এ বিষয়ে কথা বলতে চাইলে জাকের ডেইরি ফার্মের পক্ষ থেকে আনোয়ার সাহেবের ভাইয়ের বউ আমাদের জানান, আমরা তো আইজকা থিকা এহেনে থাকি না আগের কমিশনার রাজিবের আমল থিকা থাকি, আর মাগনা তো থাকি নাই আগের কমিশনার গো টাকা দিয়াই থাকি, আইজকা যদি রাজিব কমিশনার থাকতো তাইলে এই জায়গার সামনে কেউ আইতেই পারতো না।

এ বিষয়ে ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আসিফ আহমেদ আমাদের জানান, এই ওয়ার্ডের সকলেই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তার মানে এই না যে আমি দখলদারের পক্ষ নিবো। আমি যেমন সকলের পাশে থাকতে চাই ঠিক তেমনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে চাই। আমি অন্যায় এর সাথে আপোষ করি না। এটা আমার পারিবারিক শিক্ষা।

রিপোর্ট: মহিউদ্দিন মঈন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Developed by: BD IT AGNECY