রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন
ব্যাংকসহ বিভিন্ন খাতে অযৌক্তিক করের চাপ তৈরি হলে এনবিআর তা বিবেচনা করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। একইসঙ্গে কর ছাড়ও ধাপে ধাপে কমানো হবে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, ব্যাংক, বীমা ও লিজিং ও মার্চেন্ট ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদের প্রাক-বাজেট আলোচনায় অংশ নেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
Developed by: BD IT AGNECY