রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
সারা দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, সবগুলো ঘটনায় ক্ষমতাসীন দলের লোকজনের বিরুদ্ধে কিংবা ক্ষমতার যোগসাজশ আছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় গণসংহতি আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সভায় নেতারা এসব কথা বলেন।
তারা বলেন, নোয়াখালীর সুবর্ণচরে আবারও গৃহবধূ ও তার ১২ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উঠেছে। খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণ এবং ভুক্তভোগী মামলা করতে গেলে তাকে অপহরণের অভিযোগ উঠেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, এরকম সব ঘটনা একের পর এক আমাদের সামনে আসছে।
Developed by: BD IT AGNECY