শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
পাকিস্তান এশিয়ান টাইগারে পরিণত হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার দাবি, তার সরকারকে ক্ষমতাচ্যুত না করা হলে দক্ষিণ এশিয়ার এই দেশটি অগ্রগতির পথেই থাকত।
পাকিস্তানে রাত পোহালেই জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনে আগে প্রচারণার শেষ দিনে সমাবেশে অংশ নিয়ে নওয়াজ এসব কথা বলেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর শীর্ষ নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মঙ্গলবার বলেছেন, তার সরকারকে ক্ষমতাচ্যুত না করা হলে, দেশটি অগ্রগতির পথেই থাকত। তিনি বলেছেন, প্রতারকদের ক্ষমতায় ফিরে আসতে দেওয়া উচিত নয়, কারণ তারা পাকিস্তানের জন্য কলঙ্ক বয়ে আনে।
Developed by: BD IT AGNECY